
এছাড়া আগারওগাঁওয়ের ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা পড়ে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুর রহমানের।
সোমবার ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন হওয়ায় সোমবার সকাল থেকেই সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের ভিড় ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
বিকাল ৫টার মধ্যে দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরেও অনেকে মনোনয়ন ফরম জমা দিতে আসেন। তবে তাদের মনোনয়ন ফরম জমা নেওয়া হয়নি। এ নিয়ে শেষ বিকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে হট্টগোলও হয়েছে।