
ইতালিতে রেল দুর্ঘটনায় মো. ফরহাদ হোসেন মাতুব্বর (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর দুপুরে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।ফরহাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের পিটিআই রোড-সংলগ্ন এলাকার বাসিন্দা ।পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইতালির ইমোলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ফরহাদ।