
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর নিজে দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ ৩ জানুয়ারি বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।