ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোলা-১ (সদর) ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুই ধাপে যাচাই-বাছাই শেষে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান।