
কলকাতায় ওবায়দুল কাদের সংকটাপন্ন অবস্থায়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ । বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্টসহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে।
গত শুক্রবার ২ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যায় ওবায়দুল কাদের।