যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেই দাবি করলেন নিকোলাস মাদুরো।সোমবার আদালতে হাজির হয়ে তিনি বলেন ে- আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাস আমার বাড়ি থেকে জোর করে ধরে আনা হয়েছে। আমি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
আদালতে পড়ে শোনানো সব অভিযোগেই তিনি দোষ অস্বীকার করেছেন।একইভাবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ভেনেজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবে তিনি দোষী নন।