
বোয়ালখালীর ৭ বছর বয়সী শিশু মোস্তাফা রোহানের অকাল মৃত্যুতে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, সুন্নাতে খৎনার সময় চিকিৎসকের চরম গাফিলতি ও ভুল চিকিৎসা পদ্ধতির কারণেই প্রাণ হারিয়েছে শিশুটি।
গতকাল নগরের বহদ্দারহাটস্থ ‘সেফ আইডিয়াল হেলথ কেয়ার লি.’ হাসপাতালে সুন্নাতে খৎনার জন্য ভর্তি করা হয় রোহানকে। শিশুটির পিতা আবুল মূসা মানিকের দাবি, কোনো পূর্ব-পরীক্ষা বা প্রয়োজনীয় শারীরিক চেকআপ ছাড়াই তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
পরিবারের ভাষ্য অনুযায়ী, অ্যানেস্থেশিয়া দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সুস্থ শিশুটি নিথর হয়ে পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হলেও দীর্ঘ সময় প্রকৃত তথ্য গোপন রাখে হাসপাতাল কর্তৃপক্ষ।
শিশুটির মা সুমি আক্তারের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয় চিকিৎসকের মারাত্মক অবহেলা ও ভুল প্রক্রিয়ার ফল, যা একটি পরিকল্পিত হত্যার শামিল।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আপেল আহমদ সংলগ্ন গোয়াজ তালুকদার বাড়িতে এখন শোকের মাতম। পরিবার এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও অভিযুক্ত চিকিৎসকের দ্রুত গ্রেপ্তার দাবি করেছে।