
শুধুমাত্র ভোটকে কেন্দ্র করে নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ত্রাণ ও মানবিক কার্যক্রম সারা বছরই চলমান—এমন মন্তব্য করেছেন দলটির পাঁচলাইশ থানা নেতৃবৃন্দ। তাঁদের দাবি, চট্টগ্রাম-১০ আসনের জামায়াতের প্রার্থী জননেতা শামসুজ্জামান হেলালী জনগনের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। তার জন্য আলাদা কিছু করার দরকার নাই। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর একটি নিয়মিত দায়িত্ব, যা কোনো নির্বাচননির্ভর কর্মসূচি নয়।
৬ জানুয়ারি চট্টগ্রামের খুলশী কলোনীতে শীতার্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজকর্মী ইমরান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।
তিনি বলেন, “মানবতার সেবায় জামায়াতে ইসলামী অতীতেও সক্রিয় ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভোটের রাজনীতির সঙ্গে মানবিক কাজকে গুলিয়ে দেখা ঠিক নয়।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলশী ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি ইউসুফ বাহার চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড জামায়াতের সহ-সেক্রেটারি ইঞ্জিনিয়ার দিদার, মাওলানা আনওয়ারুল ইসলাম আনছারি, আবুল খায়ের, আলী করিমুল্লাহ হারুন, মোমিনুল হক, সালাউদ্দীন ও মোহাম্মদ শামীম।
নারী বিভাগের পক্ষ থেকে বক্তব্য দেন মহিলা বিভাগের প্রধান সালেহা বেগম, মুন্নী বেগম, সাজিয়া বেগম, পারভিন বেগম ও চম্পা বেগম। তাঁরা বলেন, সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সংগঠনের নয়, বরং সামাজিক ও নৈতিক দায়িত্ব।অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান