
আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য কুতুবদিয়ার হযরত মালেক শাহ্ (রাহ.)-এর ২৬তম বার্ষিক ওরস-ফাতিহা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুতুবদিয়ার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি বুধবার, বাদে মাগরিব কুতুব শরীফ দরবারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল-কুতুবী। সভায় উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল-কুতুবী, শাহজাদা মাওলানা জিল্লুল করিম আল-মালেকী, হযরত মালেক শাহ্ (রাহ.)- এর দৌহিত্র শেখ আখতারুল হক আল-কুতুবী এবং মোরশেদুল মান্নান।
এছাড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম.শহীদউদ্দিন ছোটন, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ,
কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শফিউল আলম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, ধূরুং হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোরশেদ আলম, লেমশীখালী হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ ইউসুফ, দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসা সহ সুপার মো: মিজানুর রহমান, দরবার এন্তেজামিয়া কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বাদশাহ, সহকারী অধ্যাপক আবু ছাদেক মুহাম্মদ সায়েম, ব্যবসায়ী রুহুল কাদের বাদশাহ,বিআরডিবির চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার, কৈয়ারবিল ইউপির ১নং ওয়ার্ড মেম্বার নেজাম উদ্দিন, বড়ঘোপ ইউপির সাবেক মেম্বার হেলাল উদ্দিনসহ আরও অনেকে।
সভায় দেশের প্রত্যন্ত এলাকা থেকে ওরস উপলক্ষে দরবারে আগত মেহমানদের যাতায়াত, মালামাল পরিবহনে অতিরিক্ত টোল ও ভাড়া আদায় না করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়। পাশাপাশি ওরস-ফাতিহা চলাকালীন সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।