
এলপিজি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার, বিকালে উপজেলার বেঙ্গুরা বাজারে পরিচালিত এ অভিযানে গ্যাস সিলিন্ডার ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।
অভিযানকালে অধিকাংশ দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।
তবে যেসব ব্যবসায়ী বেশি দামে ক্রয়কৃত সিলিন্ডার বিক্রি করছেন না, তাদের সেই সিলিন্ডার ডিলারের কাছে ফেরত দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় অভিযানে সহযোগিতা করে বোয়ালখালী থানা পুলিশ।