
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলাসহ একাধিক মামলার আসামি যুবলীগ নেতা আবু ছালেহ মোহাম্মদ শাহরিয়ার ওরফে শাহারু (৪৬)-কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ দুপুর ২টা ১০ মিনিটে পটিয়া থানাধীন ১৪নং ভাটিখাইন ইউনিয়নের করল এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সদস্য এবং ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
গ্রেফতারকৃত শাহারু (৪৬) মৃত আবু তালেবের পুত্র ও নুর নাহার বেগমের সন্তান। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিশেষ নজরদারিতে অভিযান পরিচালনা করে। অভিযানে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলাগুলোর আলোকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার কার্যক্রম পরিচালিত হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।