সারাদেশে এবার শীতের প্রকোপ বেশি। চট্টগ্রামেও স্মরণকালের তীব্র শীতল আবহাওয়া বিরাজমান। পথঘাটে ভাসমান দরিদ্র জনগণের কষ্টের কথা চিন্তা করে চট্টগ্রাম মহানগরের জামালখান বেথলেহেম চার্চ মানবিক কর্মসূচী কম্বল বিতরণ করছে শহরের বিভিন্ন এলাকায়।
চার্চের প্রতিনিধিরা জামালখান রোড, আশকারদীঘি, লালখানবাজার, গণিবেকারি এলাকায় ও গতরাতে চেরাগিপাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি এলাকাতে বিভিন্ন ভাসমান দরিদ্র পেশাজীবি ও ভিক্ষুকদের মাঝে প্রায় ১৩০টি কম্বল বিতরন করেন। সমগ্র কর্মসূচীটি বেথলেহেম চার্চের প্রিস্ট (পালক) বারনোবা গোমেজের তত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি জানান এই কর্মসূচীটি আরো শহরের বিভিন্ন জায়গায় চলমান থাকবে।