
বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অবসরোত্তর শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক,
বিশেষ অতিথি ছিলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও বিদ্যোৎসাহী সদস্য আলহাজ্ব মোঃ জাহেদুল হক,বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর মোহাম্মদ আবুল হোসাইন, সুবির কান্তি দাশ, দাতা সদস্য মোহাম্মদ নঈমুল হক রেজা,অভিভাবক সদস্য মোঃ নুরুল আবছার ফারুকী। প্রভাষক নুহু মিয়া ও গিয়াস উদ্দিন চৌধুরী,র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক আবদুল গনি, বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক জামাল উদ্দিন হোসাইন বিদায়ীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারি অধ্যাপিকা রাজশ্রী বড়ুয়া।
এসময় সংবর্ধিত অতিথি ছিলেন, সহকারি অধ্যাপক নুরুন্নেছা বেগম, মো: ইব্রাহীম।
এছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংক এর পক্ষ হতে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী, সংবর্ধিত অতিথিদের সম্মাননা ও পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।