ইরানের রাজধানী তেহরানে চলমান বিক্ষোভে এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। টাইম ম্যাগাজিন ৯ জানুয়ারী এক প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের এক চিকিৎসক নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন- শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২০৬ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। বিক্ষোভকারীরা বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে।
গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ আন্দোলন এখন পর্যন্ত ৩১টি শহরে ছড়িছে পড়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন। টাইমস ম্যাগাজিনের তথ্যে চিকিৎসক জানায়, হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন- উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক।তবে হতাহতের সংখ্যা সঠিকভাবে যাচাই করতে পারেনি জানিয়েছে টাইমস ম্যাগাজিন।