আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইতিহাসে এই প্রথম পুলিশ সদস্যদের জন্য বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে দেড় লাখ পুলিশ সদস্যের মধ্যে ১ লাখ ৩৩ হাজার জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে।১০ জানুয়ারি দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।