আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার ১০ জানুয়ারি সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক বিশেষ কর্মীসভায় দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এ ঘোষণা দেন। এ সময় তিনি স্থানীয় নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার আহ্বান জানান।