
কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত এলাকায় বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১৯ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে কোস্ট গার্ড ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ এক ডাকাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।রোববার ১১ জানুয়ারি দিবাগত রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।