কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের নাম হল হানিফ (২১)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত হানিফ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যাং এলাকার ফজলুল করিমের ছেলে।
আহতের ভাই ইমাম জানান, দুপুরে বিস্ফোরণের ঘটনার পর হানিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। রাত ৯টায় পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, টেকনাফ থেকে আসা মাইন বিস্ফোরণে আহত এক যুবককে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।
হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হোয়াইক্যাং এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুতর জখম হন। বিস্ফোরণে তার শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।