লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে একটি থানায়। পুলিশ বলছে, তদন্ত করে সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
মঙ্গলবার রাতে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু। তিনি চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের প্রধান নির্বাচন সমন্বয়ক।জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, অলি আহমদসহ ১২ জনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে অলি আহমদের বিরুদ্ধে যে অভিযোগ এর সত্যতা পাওয়া যায়নি। আরও তদন্ত চলছে। তথ্যপ্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অলি আহমদের বাড়ি চন্দনাইশ উপজেলায়। ওই আসনে বিএনপি ও এলডিপি থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে এবার তিনি নিজে প্রার্থী না হয়ে ছেলেকে মনোনয়ন দিয়েছেন।সম্প্রতি বর্ষীয়ান এই রাজনীতিকের দল এলডিপি জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করেছে। আর অলির সাবেক দল বিএনপি ওই আসনে ধনাঢ্য ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদকে প্রার্থী করেছে।
অভিযোগে জানা গেছে, লিখিত অভিযোগে অলি আহমদসহ ১২ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৫০-৬০ জন জড়িত থাকার কথা বলা হয়েছে। এরা সবাই এলডিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এম এ হাশেম রাজু অভিযোগ করেছেন, গত ৮ জানুয়ারি রাতে তিনি কয়েকজন বিএনপি কর্মীসহ সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান। ফিরতি পথে রাত ১১টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজের কাছে পৌঁছলে হামলা চালানো হয়। অলির নির্দেশে এলডিপির নেতাকর্মীরা হামলা করেন বলে দাবি রাজুর।