আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের মধ্যে আগামী ২১ জানুয়ারি বুধবার বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আসন নং ২৮১ চট্টগ্রাম- ৪ সকাল ১০টা, আসন নং ২৮২ চট্টগ্রাম - ৫ সকাল ১১টা, আসন নং ২৮৫ চট্টগ্রাম- ৮ দুপুর ১২টা, আসন নং ২৮৬ চট্টগ্রাম - ৯ দুপুর ২টা, আসন নং ২৮৭ চট্টগ্রাম - ১০ বিকেল ৩টা। প্রতীক বরাদ্দের স্থান- বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষ। প্রতীক বরাদ্দকালে প্রতিদ্বন্ধী প্রার্থী, প্রস্তাবকারী বা সমর্থনকারীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।