
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাটস্থ জলিল স্টেশন এলাকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: জয়নাল খান লাদেনের সঞ্চালনায় ও কার্যকরী সভাপতি মো: শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, পরিবহণ শ্রমিকদের কর্ম খুবই ঝুঁকিপূর্ণ। তারা জীবনের মায়া ত্যাগ করে এই কাজ করে যায়। কিন্তু তাদের নিরাপত্তা ও নিরাপদ জীবনের কোনো ব্যবস্থা নাই। আগামীতে বিএনপি দেশের সেবা করার সুযোগ পরিবহণ সেক্টরে শৃঙ্খলা আনয়নের পাশাপাশি শ্রমিকদের জীবন মান উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়া হবে ইনশাল্লাহ। তাছাড়া আমার এলাকায় শ্রমিকদের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে থাকবে নানা সহযোগিতা।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস বাহাদুর, সহ সাধারণ সম্পাদক রফিক ওমর, সাংগঠনিক সম্পাদক মির্জা শামসুদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো: হাসান, সড়ক-মহাসড়ক বিষয়ক সম্পাদক মো: জাবেদ হোসেন, মোতাহার হোসেন মানিক, মো: আলী, মো: জাহাঙ্গীর আলম, জাহিদ হাসান, নুরের সাফা, মো: ফয়জুল হক ফারুকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।