
পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে দু'টি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার সহ কুখ্যাত কিলার জাহিদ কে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, পাবনা জেলা পুলিশের সার্বিক নির্দেশনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল প্রায় সাড়ে ৭ দিকে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোড এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানের সময় ফ্ল্যাটের গেস্টরুম থেকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি কাশিপুর পশ্চিমপাড়া এলাকার মৃত বাচ্চু সরদারের ছেলে।
অভিযানে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে
দুই নলা ও এক নলা ওয়ান শুটার গান, ১২বোর কার্তুজ,
ধারালো তলোয়ার ও চাইনিজ কুড়াল, ২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং,একটি ইলেকট্রিক ড্রিল মেশিন এবং একটি হ্যাকসো ব্লেড।ডিবি জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনের ১৯এ ও ১৯(ফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের আলোচিত পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, এক জনপ্রতিনিধির হাত কেটে দেওয়ার মামলা সহ একাধিক মাদক ও সহিংসতা সংক্রান্ত মামলা রয়েছে।জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।