চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বন্দর নগরী চট্টগ্রাম ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হলেও এখানে আবাসন সংকট, জলাবদ্ধতা, যানজট, মশা, কিশোর গ্যাং সহ অসংখ্য নাগরিক সমস্যা বিদ্যমান। এইসব সমস্যা নিরসনে রাষ্ট্রীয় সেবা সংস্থাগুলোর পাশাপাশি রাজনৈতিক-সামাজিক সংগঠনসহ সকল নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। সকলের সমন্বিত প্রচেষ্টায় চট্টগ্রাম হয়ে উঠতে পারে বিশ্বের আধুনিক শহরের মধ্যে একটি। শনিবার দুপুরে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির (১ম পর্যায়) উদ্যোগে কল্পলোকবাসীর সাথে আয়োজিত "মতবিনিময় সভায়" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি পরিবেশবান্ধব সরকার গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীর বাংলাদেশকে একটি টেকসই বাংলাদেশে রুপান্তর করতে তারেক রহমান প্রদত্ত ৩১দফায়- জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নদী ও জলাশয় পুনরুদ্ধার, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমিতে বিনিয়োগ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন সহ অসংখ্য পরিকল্পনা রয়েছে। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আগামী প্রজন্মের জন্য আমরা সত্যিকারের একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
কল্পলোক আবাসিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি এম. এ শুক্কুর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সমিতির উপদেষ্টা নুরুল আজিম হিরু, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মহিউদ্দিন। সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মো. হারুন, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন, মহানগর বিএনপি নেতা নকিব উদ্দিন ভূইয়া প্রমুখ।