চন্দ্রগঞ্জে জিয়া নগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাস ব্যাপি শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১ম কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করে SP রক সোহেল হাজিরপাড়া ও নোয়াখালী ফিউচার স্পোর্টিং ক্লাব। দওপাড়া গ্রামের জিয়া নগর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ছেরাজুল হক শিশু মিয়া চেয়ারম্যান - নাসিবা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম,ডি জহিরুল আলম।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা আমাদের শিক্ষা সংস্কৃতি 'র অংশ। লেখা-পড়ার পাশাপাশি খেলাধূলা দেহ-মন সতেজ রাখে, মাদক থেকে দূরে রাখে। আয়োজক ক্লাবকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোকে খেলার নিয়মশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি জিয়া নগর স্পোর্টিং ক্লাবের যে কোন সামাজিক উদ্যোগের সাথে তিনি সবরকম সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন।
জিয়া নগর ক্লাবের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও ছাএ নেতা রিংকু পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী করিম মেম্বার , হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মাষ্টার, ছাএনেতা মেহরাব হোসেন, সমাজ সেবক বাবুল পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ সহ স্হানীয় জনসাধারণ।
এই টুর্নামেন্টে ৩২ দল অংশ নিয়েছে , ইতিমধ্যে নকআউট পর্বে ২৫ টি ম্যাচ খেলা হয়েছে। আজকে ১ ম কোয়ার্টার ফাইনাল খেলার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। উল্লেখ্য গত বছরের ১৬ ই ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এই টুর্নামেন্টে বিজয়ী দল ও রানার্সআপ দলকে নগদ টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রতিদিনের খেলায় রয়েছে সেরা খেলোয়াড় পুরস্কার।