
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রারম্ভের মধ্যে পাবনার পাঁচটি আসনের মধ্যে তিনটি আসনে এমপি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের কার্যালয়ে এই বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।
পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ৭০,পাবনা-৩, ৭১,পাবনা-৪ ও ৭২,পাবনা-৫ আসনের মোট ১৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন হাসান জাফির তুহিন- বিএনপি (ধানের শীষ), কে.এম. আনোয়ারুল ইসলাম- বিএনপি বিদ্রোহী (ঘোড়া), মুহাম্মদ আছগার আলী- জামায়াতে ইসলাম (দাঁড়িপাল্লা), আশা পারভেজ- গণফোরাম (উদীয়মান সুর্য্য), আব্দুল খালেক- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), মাহবুবুর রহমান জয় চৌধুরী- বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি (একতারা) ও মীর মোহাম্মদ নাদিম হোসেন ডাবলু- জাতীয় পার্টি (লাঙ্গল)।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন হাবিবুর রহমান হাবিব- বিএনপি (ধানের শীষ), আবু তালেব মন্ডল- জামায়াত ইসলামী (দাঁড়িপাল্লা), জাকারিয়া পিন্টু- বিএনপি বিদ্রোহী (মোটর সাইকেল), কমরেড সোহাগ হোসেন- সিপিবি (কাস্তে), সাইফুল আজাদ মল্লিক- জাতীয় পার্টি (লাঙ্গল), মাওলানা আনোয়ার হোসেন শাহ- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ও শাহনাজ হক- নাগরিক ঐক্য (কেটলি)।
পাবনা-৫ (সদর) আসনে বরাদ্দ প্রাপ্ত প্রার্থীরা হলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস- বিএনপি (ধানের শীষ), অধ্যাপক ইকবাল হুসাইন- জামায়াতে ইসলাম (দাঁড়িপাল্লা), আব্দুল মজিদ মোল্লা- এবি পার্টি (ঈগল) এবং মুফতি নাজমুল হুসাইন- ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)। প্রতীক বরাদ্দের পর ধানের শীষ প্রার্থী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে তা জনগণের ভোটের উৎসব হিসেবে গণ্য হয়। এবার জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের মঞ্চ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ৬৮,পাবনা-১ ও ৬৯,পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে। ওই দুই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, আপিল ২০ থেকে ২৪ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে ২৬ জানুয়ারি এবং ২৭ জানুয়ারি বাকি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।