
স্কিন কেয়ার ও বিউটি ইন্ডাস্ট্রিতে প্রিমিয়াম মান, অথেন্টিক পণ্য এবং গ্রাহক আস্থার প্রতীক Beautyology–এর ৯ম ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারের ১ম ফ্লোরে (শপ নং ২৪৬/২৪৭, সাউথ খুলশী) এক জমকালো আয়োজনের মাধ্যমে নতুন এই ব্রাঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন Beautyology, ও Shahidas Limited-এর Founder & Managing Director জনাব সাদিম ইব্রাহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Beautyology–এর Director & Brand Ambassador এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড Auravia–এর CEO মিস আফনান পরমা। সকাল থেকেই শোরুমে লক্ষ্য করা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়, যা ব্র্যান্ডটির জনপ্রিয়তা ও গ্রাহক আস্থার শক্ত প্রমাণ বহন করে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয় বিশেষ আকর্ষণীয় অফার—উদ্বোধনী দিনে যেকোনো প্রোডাক্টে Up To ৬০% পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রথম ৫০০ জন ক্রেতার জন্য ফ্রি গিফট, যা উপস্থিত গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।