
আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিস থেকে মাত্র দেড় কিলোমিটার দুরে অবস্থিত আন্দরকিল্লার ছাপাখানা । বিগত নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে-পরে প্রার্থীদের আনাগোনায় মুখর থাকত এই এলাকা। সর্বশেষ নির্বাচনে ও প্রার্থীদের অন্তত পাঁচ লক্ষাধিক রঙিন ব্যানার ও পোস্টার ছাপানো হয়েছে। কিন্তু এবার চিত্র ভিন্ন । নেই আগের জুলুস নেই পুরানো ব্যস্ততা, পোস্টার ছাপানোর । ছাপাখানা জনবল ও নেমে এসেছে অর্ধেকে। এক প্রকার স্থবিরতা বিরাজ করছে।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অনি প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন্সের মালিক আবদুল্লাহ আল হারুন বলেন, ‘নির্বাচনের কারণে আন্দরকিল্লা এলাকার কিছু প্রেসে ব্যস্ততা আছে, তবে সেটি আগের তুলনায় ১০ ভাগের এক ভাগ ও নয়। পোস্টারে বিধিনিষেধ থাকায় প্রার্থীরা ডিজিটাল বিলবোর্ডের দিকে ঝুঁকছেন।
৩ কারণে এবার ছাপাখানা পাড়া স্থবির থাকবে বলে মনে করেন চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী। তিনি বলেন এবার পোস্টার নিয়ে বিধিনিষেধ আছে। লিফলেটে ও প্রার্থীদের কঠোর হিসাব রাখতে হচ্ছে।
আন্দরকিল্লার রাজাপুকুর লেনে টিএস ভবনে আছে ডিএস প্রিন্টার্স। এর পরিচালক সুকুমার বলেন গত নির্বাচনে এই সময়ে আমার ১৫ জন স্টাফ ছিল, এখন অর্ধেক ও নেই। গতবার যে ব্যবসা করেছি, এবার তার সিকি ভাগ ও নেই।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীরা কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না। লিফলেট ও ব্যানারে প্রার্থী ও দলীয়প্রধান ছাড়া অন্য কারও ছবি দেওয়া যাবে না। ভোটের প্রচারে ড্রোন ব্যবহার নিষিদ্ধ। সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না। প্রজ্ঞাপন অনুযায়ী, জনসভায় একসঙ্গে ৩ টির বেশি মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। তবে প্রথমবারের মতো সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘ইসির সিদ্ধান্ত অনুযায়ী, কেউ পোস্টার ব্যবহার করতে পারবেন না।
গত শনিবার চট্টগ্রাম-৮ আসনের ইসলামি ফন্ট্রে প্রার্থী হাসান আযাহরি হাতে দেখা যায় লিফলেট এবং সমর্থকদের হাতে ফেস্টুন। সংশোধিত আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনী আবহ তৈরিতে পোস্টার ও মাইক আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এবার ব্যতিক্রম হচ্ছে। আমরা একে সাধুবাদ জানাই। একই আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেন এই বিধিনিষেধকে আমি স্বাগত জানাই।