
নতুনধারা বাংলাদেশ এনডিবির ১৩ বছরে পদার্পনের কেক কাটলেন চেয়ারম্যান মোমিন মেহেদী। তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজী মনসুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মাহামুদ হাসান তাহের, মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, সদস্য মো. হাশেম মোল্লা, ঝুমা দাস ঝুমুর প্রমুখ। এসময় মোমিন মেহেদী বলেন, মানুষকে খুন করে আহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারলেও ইতিহাসে টিকে থাকা যায় না। আজ যে গোষ্ঠি আমার উপর হামলা করে স্তব্ধ করে দিতে চাইলেও আল্লাহর রহমতে বেঁচে আছি। ঠিক একই ভাবে ২০১৮ সালে গুম করে আমার কন্ঠরোধ করতে চেয়েছিলো তৎকালিন সরকারের স্বৈরাচারি মেশিনারিজ। মৃত মনে করে তারা আমাকে ফেলে গেলেও আজও বেঁচে আছি, কিন্তু তারা নেই, ইতিহাসে ভিলেন হিসেবে ব্যাপক সমালোচিত হয়ে আছেন।