
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে জিন্নাত আকতার জেসি (২৪) নামে এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মীরডাঙ্গী-গাজিরহাট পাকা সড়কের পোকুয়ানটলি বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জিন্নাত আকতার উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- পথচারীরা মীরডাঙ্গী-গাজিরহাট সড়কের পাশে জনৈক কুদ্দুস মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। জিন্নাতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শত শত মানুষ তাকে একনজর দেখতে পুকুরপাড়ে ভিড় জমান।
জানা যায-নিহত জিন্নাত আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার ইউপি সদস্য সোহেল রানা জানান, জিন্নাত তার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ থাকা অবস্থায় কোনো এক সময় তিনি পুকুরে পড়ে যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান -খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।