ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান কুতুবদিয়া পরিদর্শন করেছেন। গত রবিবার সকাল ৯ টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের কুতুবদিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অস্থায়ী নৌ ক্যাম্পে পৌঁছেন।
এসময় তিনি কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডারসহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।

বৈঠক শেষে উপস্থিত নৌ কর্মকর্তা - সদস্যদের নির্বাচনে ন্যায় ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন চট্টগ্রাম অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। পরে উপজেলা সদরে বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নৌবাহিনীর অস্থায়ী ক্যাম্প, বিভিন্ন পয়েন্টে নৌবাহিনীর দায়িত্বরত স্থানের বাঙ্কার পরিদর্শন করেন।