চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে মিরসরাই থেকে আসেন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাদের শরীরে ধান দিয়ে তৈরি জামা, কণ্ঠে স্লোগান।

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের এই দুই কৃষকের উপস্থিতিতে দলের কর্মী-সমর্থকরা আনন্দ প্রকাশ করেন। রোববার কথা হয় তাঁদের সঙ্গে। স্লোগান দিচ্ছিলেন তারেক রহমানের পক্ষে। আশপাশে ভিড় করা নেতা-কর্মীদের চোখে তখন উচ্ছ্বাস।নেপাল চন্দ্র দাশ বলেন, ধান আমাদের জীবন, আমাদের অস্তিত্ব। সেই ধান শরীরে ধারণ করেই আমরা রাজপথে নেমেছি-এটাই আমাদের ভালোবাসা।
সাইদুল ইসলাম বলেন, আমরা কৃষক দলের রাজনীতি করি। মাঠে যেমন লড়াই করি, রাজনীতিতেও তেমনি লড়াই করি। সমাবেশে এসেছি ধানের চারা নিয়ে। কারণ ভোটের অধিকারের এই আন্দোলনের শিকড় কৃষকের মাটি রক্ষার জন্যই।মিরসরাই উপজেলা কৃষক দলের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম আমাদের গর্ব। তাঁরা প্রতিটি সভা-সমাবেশে শরীরে ধানের চারা লাগিয়ে অংশ নেন। সমাবেশে ওয়াহেদপুর ইউনিয়ন কৃষক দলের প্রায় ৫০০ নেতা-কর্মী যোগ দিয়েছেন। ধানের প্রতীক শুধু একটি ফসল নয়-এটি কৃষকের আত্মপরিচয় ও আন্দোলনের শক্তি।