
সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশে ইতিবাচক মনোভাব বজায় রাখার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা পরিষদের অফিস স্টাফদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক আনুষ্ঠানিকভাবে স্টাফদের হাতে নতুন পোশাক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন—
“পোশাক কখনোই অহংকারের বিষয় নয়; বরং এটি শালীনতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ।এই উদ্যোগের মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ আরও গতিশীল ও সেবামুখী হবে বলে আশা প্রকাশ করা হয়।