
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিনচৌধুরী এ্যানির মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর যুবদলের মিছিল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার এবং পুলিশি হেফাজতে নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তিরদাবিতে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোমিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কাজীর দেউরী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে এসে
সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, ফজলুল হক সুমন, মোঃ ইলিয়াস, আবদুল করিম,মিয়া মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, সেলিম উদ্দিন রাসেল, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক আসাদুর
রহমান টিপু, জাহানগীর আলম বাচা, জাফর আহমদ খোকন, ওমর ফারুক সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মো. জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক বৃন্দমোহাম্মদ শাহেদুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মো. আনোয়ার হোসেন আনু, মো.আবুল কালাম,আবু বক্কর সিদ্দিক আবু, মো. সিরাজুল ইসলাম সিকদার, নগরযুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, সাইদুল হক সিকদার, থানা আহবায়ক বজল আহমদ,থানা যুগ্ন-আহবায়ক মোরশেদ কামাল, সেলিম উদ্দিন সেলিম, রেদোয়ান হোসেনজনি, গিয়াস উদ্দিন, ওয়ার্ড আহবায়ক মোহাম্মদ সাদেক, জহিরুল ইসলাম, জাবেদ হোসেন, সৈয়দ দিদারুল ইসলাম প্রমুখ।সভাপতির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, রাতের অন্ধকারে দরজা ভেঙেবিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেফতার করে পুলিশ। পরে থানায়নিয়ে নির্যাতন করে। যা কোনো সভ্য সমাজে হয় না। অবিলম্বে শহীদ উদ্দিনচৌধুরী এ্যানিকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবৈধ সরকারের সন্ত্রাসী বাহিনী মরণকামড় দিতে চাইছে। শ্রীলঙ্কার মত পরিণতি না চাইলে প্রয়োজনে সংবিধানসংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। মুহাম্মদ শাহেদ বলেন, হামলা, মামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবেনা। হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার উসকানিমূলক প্রপাগাণ্ডা ছড়িয়ে আমাদের বিশৃঙ্খল করার চেষ্টা করছে কিন্তু লাভ হবে না।শেখ হাসিনার পতনের আন্দোলনে কোনো বাঁধাই আমাদের আটকাতে পারবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই গণতন্ত্র নিশ্চিত করব। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবো।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির মুক্তির দাবি করছি।