
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে পাঁচ কেজি গাজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা ডিবি পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি লিটন আকন (৩৫) বাগেরহাটের মংলা উপজেলার তাতিবুনিয়া এলাকার মোহাম্মদ কালাম আকনের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি লিটন আকনকে গ্রেপ্তার করে। এসময় তার সাথে থাকা একটি লাল ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি উদ্ধার করে।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) ওই আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।
