এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার চবি চাকসু কেন্দ্র ভবনের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামানসহ সমিতির কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০জন দিনমজুরকে মাননীয় উপাচার্য ইফতার সামগ্রী প্রদান করেন।
উপাচার্য চবি সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানান। তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিত্তশালী ব্যাক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান। মাননীয় উপাচার্য চবি সাংবাদিক সমিতির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে পরামর্শ প্রদান করেন।













