
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বাংলাদেশ বিজনেস এন্ড ডিজাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন)’র যৌথ আয়োজনে “বিল্ডিং এ ডিজাবিলিটি ইনক্লুসিভ ওয়ার্কফোর্স” শীর্ষক ওয়ার্কশপ দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, গেস্ট অব অনার বিবিডিএন এর এডভাইজরী কাউন্সিল’র চেয়ারম্যান ও চেম্বারের সাবেক পরিচালক সালাহ্উদ্দীন কাসেম খান, আইএলও’র চট্টগ্রাম অফিস ইনচার্জ অ্যালেক্সিয়াস চিচাম (গৎ. অষবীরঁং ঈযরপযধস), চেম্বার পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, বিবিডিএন’র হেড অব অপারেশন মিস আজিজা আহমেদ, ইউসেপ বাংলাদেশ এর টিম লিডার নন্দিতা চক্রবর্তী, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)’র প্রতিনিধি বাপ্পী চৌধুরী, ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার নেওয়াজ মাহমুদ ও সিআরপি সেন্টার ম্যানেজার মোঃ খলিলুর রহমান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মাহবুবুল হক মিয়া, মোহাম্মদ আদনানুল ইসলাম, মোহাম্মদ মনির উদ্দিন, আখতার উদ্দিন মাহমুদ ও ওমর মুক্তাদির উপস্থিত ছিলেন। কর্মশালার মূল বিষয়বস্তুর উপর তথ্যচিত্র উপস্থাপন করেন বিবিডিএন’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার গোলাম কবির। এছাড়া অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বিবিডিএন’র সিইও মুর্তজা রাফি খান।
প্রধান অতিথির বক্তব্যে ওমর হাজ্জাজ বলেন-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ প্রদানকে উৎসাহিত করতে সরকার কর রেয়াত সুবিধাও প্রদান করেছে। আয়কর আইনে কোন প্রতিষ্ঠানে মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের বেশী প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ প্রদান করলে উক্ত কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ যেটি কম তা নিয়োগকারীকে কর রেয়াত প্রদান করা হয়। তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রুজভেল্ট এর উদাহরণ দিয়ে বলেন-প্রতিবন্ধী হয়েও একমাত্র রাষ্ট্র প্রধান হিসেবে একটানা ১২ বছর দেশ পরিচালনা করেছেন এবং বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও ব্লেকহোল আবিষ্কার করে সারা বিশ্বে সাড়া ফেলে দেন। তিনি আরো বলেন-আমাদের মোট জনসংখ্যার ১০ ভাগ প্রতিবন্ধী যা সারা বিশ্বের চেয়ে বেশী। কি কারণে আমাদের দেশে প্রতিবন্ধীর সংখ্যা বাড়ছে তার কারণ খুঁজে বের করা জরুরী।
গেস্ট অব অনার সালাহ্উদ্দীন কাসেম খান বলেন-প্রতিবন্ধীতাকে আলাদা করে দেখার সুযোগ নেই। এক সময় প্রতিবন্ধীতাকে একটা রোগ মনে করা হতো। কিন্তু তারাও এ সমাজের অংশ। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে তারাও সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে সক্ষম হবেন। এসব প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সমাজের বোঝা না হয় সেজন্য তাদেরকে কাজের সুযোগ করে দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। বিবিডিএন’র হেড অব অপারেশন মিস আজিজা আহমেদ বলেন-চিটাগাং চেম্বার ছাড়াও অন্যান্য চেম্বারের সাথেও আমরা কাজ করতে আগ্রহী এবং আগামী জুন মাসে আগ্রাবাদে একটা জব ফেয়ারের আয়োজন করা হবে। উক্ত জব ফেয়ারে প্রতিবন্ধীদের নিয়োগ প্রদানের বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতার আহবান জানান তিনি।
