
প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্স নারীদের স্বাবলম্বী করবে বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার ৮ ডিৌসকালে দারুল উলুম কামিল মাদরাসায় প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।এসময় সুজন বলেন, আমাদের দেশের নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও এখন পরিবারের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদ বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার পাশাপাশি চাকুরিক্ষেত্রেও নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। মূলত নারীদের ¯^াবলম্বী করতে সরকার নানামূখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। নারীরা যাতে সমাজের বোঝা না হয়, নারীদের যাতে কেউ অবহেলার চোখে না দেখে সেজন্য সরকার নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে। দারুল উলুম কামিল মাদরাসাও সরকারের নানামূখী কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদরাসায় আইটি শিক্ষা কোর্স এবং বিভিন্ন ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সটি নারীদের আরো দক্ষ করে তুলবে বলে মত প্রকাশ করেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। এর ফলে ঘরে বসেই নারীরা অর্থ উপার্জন করতে পারবে নিজে ¯^াবলম্বী হওয়ার মধ্য দিয়ে পরিবারকেও সহযোগিতা করতে পারবে। মাদরাসার অধ্য¶ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের পরিচালক উম্মে মাকনুন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বারই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মঈন উদ্দিন। অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্স নারীদের স্বাভলম্বী করবে
— খোরশেদ আলম সুজন
প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্স নারীদের ¯^াবলম্বী করবে বলে মন্তব্য করেছেন দারুল উলুম কামিল মাদরাসা গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (৮ মে ২০২৪ইং) সকালে দারুল উলুম কামিল মাদরাসায় প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মন্তব্য করেন তিনি।
এসময় সুজন বলেন, আমাদের দেশের নারীরা এখন পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরাও এখন পরিবারের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য সর্বক্ষেত্রে অবারিত দ্বার উন্মোচনের সুযোগ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে নারীদের অর্থনৈতিক স¶মতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। শিক্ষার পাশাপাশি চাকুরিক্ষেত্রেও নারীরা সমানতালে এগিয়ে যাচ্ছে। মূলত নারীদের ¯^াবলম্বী করতে সরকার নানামূখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। নারীরা যাতে সমাজের বোঝা না হয়, নারীদের যাতে কেউ অবহেলার চোখে না দেখে সেজন্য সরকার নারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে। দারুল উলুম কামিল মাদরাসাও সরকারের নানামূখী কর্মসূচীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদরাসায় আইটি শিক্ষা কোর্স এবং বিভিন্ন ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে। পাশাপাশি প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সটি নারীদের আরো দক্ষ করে তুলবে বলে মত প্রকাশ করেন মাদরাসা গর্ভনিং বডির সভাপতি খোরশেদ আলম সুজন। এর ফলে ঘরে বসেই নারীরা অর্থ উপার্জন করতে পারবে নিজে ¯^াবলম্বী হওয়ার মধ্য দিয়ে পরিবারকেও সহযোগিতা করতে পারবে। মাদরাসার অধ্য¶ মুহাম্মাদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রফেশনাল ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের পরিচালক উম্মে মাকনুন এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বারই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মঈন উদ্দিন। অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
′