
চট্টগ্রাম চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রিজ এর বিশ্ব বানিজ্য কেন্দ্র মিলনায়তনে অভ্যন্তরীন ও আর্ন্তজাতিক বাজারে মানসম্মত পণ্যের প্রাপ্তি নিশ্চিতকল্পে বিএসটিআই এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিএসটিআই এর মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম প্রধান অতিথি ও ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের পরিচালক মহফুজুল হক শাহ, অঞ্জন শেখর দত্ত, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, বিএসটিআই এর পরিচালক নুরুল আমিন, গাজী মোহাম্মদ নুরুল ইসলাম, উপ-পরিচালক আরাফাত রহমান, চট্টগ্রামের উপ-পরিচালক ও অফিস প্রধান মাজহারুল হকসহ বিভিন্ন আমাদানি ও রূপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন প্রতিনিধি ও গনমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এ আলোচনায় মহাপরিচালক মহোদয়ের বক্তব্য ও সেবাগ্রহীতা হিসাবে ব্যবসায়ীদের নানা সমস্যা তুলে ধরা ও এ বিষয়ে দ্রুত করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সুদক্ষ ও উদ্যোগী মহাপরিচালকের নেতৃত্বে বিএসটিআই চট্টগ্রাম অঞ্চলে আধুনিক ও মানসম্মত সেবা প্রদানে সক্ষম হবে এ প্রত্যাশা করা হয়।