এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনকে উপজেলাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ (২৫ জুন) মঙ্গলবার বারহাট্টা উপজেলাবাসীর উদ্যোগে বারহাট্টা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সাখওয়াত হোসেনকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকানা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার (সজল)। অনুষ্ঠনের শুরুতে নানা পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল হক, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান খান, সিংধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছিম তালুকদার, ছাত্রলীগের আহবায়ক ইমরান হাসান সাকিব প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার সর্বস্তরের জনগণ, আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।










