
চট্টগ্রাম সিটি করপোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। একইসাথে অভিযোগ তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে চসিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে বুধবার বিকেলে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগে এ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লফিফুল হক কাজমী কমিটির আহ্বায়ক এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম সদস্যসচিব। সদস্য করা হয়েছে আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
এর আগে, গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় কার্যালয়ে প্রকৌশলী ঝুলন কুমার দাশকে না পেয়ে চসিকের প্রধান কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। পরে বিক্ষোভকারীরা ৯ দফা দাবিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে যেসব দাবি উল্লেখ করা হয় সেগুলো হলো ৩, ৪, ৫ আগস্ট তারিখে লাইট বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া, চসিকের সকল বিধি বহির্ভূত নিয়োগকৃতদের বহিষ্কার করা, ঝুলন কুমার দাশের পদত্যাগ, সিটি করপোরেশনকে সিন্ডিকেটমুক্ত করা এবং কর্মকর্তাদের কমিশন বাণিজ্য বন্ধ করা, সিটি করপোরেশনের যেসব অফিসার করপোরেশনকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন তাদের ব্যাংক হিসাব জব্দ করে ব্যবস্থা নেওয়া, যে সকল অফিসার টেন্ডার কার্যক্রমের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং যে সকল কর্মকর্তা–কর্মচারী পদোন্নতি বঞ্চিত রয়েছেন তাদের ন্যায়সঙ্গতভাবে পদোন্নতি প্রদানের ব্যবস্থা নেওয়া।
প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাময়িক বরাখস্তের বিষয়ে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।