আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

ইকরা মেধা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গত ১৫ ফেব্রুয়ারী দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন ইকরা পরিষদ কর্তৃক আয়োজিত “ইকরা মেধা বৃত্তি ২০২৫” অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া থানার প্রায় ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের বাঁচাইকৃত ৬০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরিষদের দক্ষ শিক্ষকদের পরিচালনায় পশ্চিম গাটিয়া ডেংগা উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম গাটিয়া ডেংগা ইসলামীয়া দাখিল মাদ্রাসার দুইটি কেন্দ্রে উক্ত বৃত্তি ও চিত্রাঙ্কন পরিক্ষা অনুষ্ঠিত হয়।

এতে পরিষদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মহসিন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরিষদের সভাপতি সুলতান মাহমুদ মাসুদের তত্বাবধানে সাধারণ সম্পাদক মো. জাবির হোসাইন, সাইফুল হোসাইন মানিক, এড. মো. জাকির হোসাইন, মো. তারেক, মো. মাইন উদ্দিন এবং পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল তাজ পরীক্ষক ও পর্যবেক্ষকের দায়িত্ব পালন কবেন। মো. আলমগীর, মো. মাসুদুল হক, মো. এনামুল হক, মো. মিনহাজুর রহমান, আসিফ হান্নান, জোবায়ের মাসুদ, ্নাজমুল হাসান, আবদুল্লাহ রুবেল, জয়নাল আবেদীন জনী, ডা. আরিফুল ইসলাম, মো.সাইমুম হোসাইন, মো. মিজবাহ উর রহমান, মো. ইউনুছ হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন।
উক্ত পরীক্ষায় সহসভাপতি মো.রাসেল মিয়ার তত্ত্বাবধানে সায়েম বিন সিরাজ, মো. আশরাফুল, একরামুল হক, রাসেল উদ্দিন, মো. ওবায়দুল্লাহ, নূরুল আমিন, মো. ফজলুল করিম, মো. ফাহাদ, মো. জাহেদুল ইসলাম, মো.আমজাদ হোসেন, মো. ইমাম হোসেন আজাদ শৃঙ্খলা ও আপ্যায়ন বিভাগের দায়িত্ব পালন করেন। বিশেষ সহযোগিতায় ছিলেন, মো. সাইফুদ্দীন, মো. মাহফুজুর রহমান, মো. পারভেছ, মো. তারেক আজিজ। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি সুলতান মাহমুদ মাসুদ গ্রামীণ ও প্রান্তিক জনপদে আধুনিক ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

বোয়ালখালীতে অবৈধ ব্রিজ নির্মাণ বন্ধ করলেন ইউএনও।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কসকবাজার আরকান সড়কের বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলার দক্ষিণ পাশে রায়খালী খালের ওপর অবৈধভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, খালের ওপর অনুমোদনহীনভাবে ব্রিজটি নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে খালের স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতার ও ভয়াবহ বন্যা সহ জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে চাষবাদ ব্যাপক ক্ষতির ঝুঁকি মধ্যে রয়েছে ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অবৈধ ব্রিজ নির্মাণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে করেন ।

পরিদর্শনকালে তারা খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের সত্যতা পান। এ সময় খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণকাজের অপচেষ্টা পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সোমবারের মধ্যে নির্মাণাধীন ব্রিজটি অপসারণ বা ভেঙে ফেলার নির্দেশ দেন প্রশাসন ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ