
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন বাংলাদেশ” এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে মোট ২০০টি বিন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার প্রাথমিকভাবে ১০০টি বিন হস্তান্তর করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জসিম উদ্দিন, অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিগ্রেডিয়ার মো: তসলিম উদ্দিন, পরিচালক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি এবং প্রোগ্রাম পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর রিসাত। এছাড়া, ক্লিন বাংলাদেশের উপদেষ্টা ডা. বেলায়েত হোসেন-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম ব্যস্ত হাসপাতাল। প্রতিদিন হাজারো রোগী ও তাদের স্বজনরা এখানে আসেন। সচেতনতা অভাবে হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে, যা রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ক্লিন বাংলাদেশের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ উদ্যোগকে সর্বাত্মক সহায়তা প্রদান করবো এবং নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি।”

ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শওকত হোসেন জনি বলেন,“আমরা চাই, চট্টগ্রাম শুধু একটি শহর নয়, এটি পরিচ্ছন্নতার একটি আদর্শ মডেল হোক। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি, কারণ এটি সরাসরি রোগীদের সুস্থতার সঙ্গে সম্পর্কিত। আমাদের এই উদ্যোগের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত হাসপাতাল গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। ভবিষ্যতে নগরীর অন্যান্য হাসপাতালেও এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”এতে আরও উপস্থিত ছিলেন ক্লিন বাংলাদেশ-এর লিডার ইমন, আলভী, তানজিপা, প্রমি, জাহিদ, সদস্য হিসেবে ছিলো সাকিব, নাজিফা, পায়েল, নুসরাত, মাইমুনা, আরিয়ানা, মারুফ, আয়েশা , পার্থ প্রমুখ।