
স ম জিয়াউর রহমান
সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে অপহরণ চক্রের ৬ জন সদস্য গ্রেফতার এবং অপহরনে ব্যবহৃত প্রাইভেট কার ও জোরপূর্বক আদায়কৃত ১ এক হাজার ৫ পাঁচশত টাকা উদ্ধার।

অফিসার ইনচার্জ পাহাড়তলী থানা, মো: বাবুল আজাদ এর নেতৃত্ব এসআই মো: জাহেদ উল্লাহ জামান-এসআই আওলাদ হোসেন ২৬ মার্চ পাহাড়তলী থানাধীন স্টেডিয়াম রোড রুপালী আবাসিক এলাকার গেইটের সামনে রাস্তায় অভিযান পরিচালনায় অপহরণ চক্রের সদস্য মোঃ রোমান উদ্দিন(৩৩) মোঃ সাগর(২৮),মোঃ হাতেম(৩২), রবিউল আলম (২৭), আবুল কালাম (৪৬), মোঃ আনোয়ার হোসেন (৪০) বাংলাদেশকে গ্রেফতার পূর্বক অপহরণ কাজে ব্যবহৃত একটি সাদা
রংয়ের টয়োটা এলিয়ন প্রইভেটকার এবং ভিকটিম মোস্তাফিজুর রহমান হইতে জোরপূর্বক আদায়কৃত টাকা উদ্ধার করা হয়।, আপহরণচক্রের অপর সদস্যরা সংবাদদাতা মো: মোস্তাফিজুর রহমানকে ২৬ মার্চ রাতে সময়ে সাগরিকা স্টেডিয়ামের ১ নং গেইটের সামনে হইতে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে রুপালী আবাসিক কালামের অটোরিকশা গ্যারেজ এ অপহরণ করে নিয়ে যায় এবং সারারাত চোর অপবাদ দিয়ে অটক রেখে হত্যার উদ্দেশ্য কারেন্টের তার দিয়ে বর্বরতাভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং হত্যার ভয়ভীতি দেখিয়ে ৩ হাজার ৪ শত টাকা আদায় করে।











