আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

কবি নজরুলকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরিশালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কবিতা উৎসব ।

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রেম দ্রোহ সাম্য ও মানবতার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জন্মজয়ন্তীর অনবদ্য শুভেচ্ছা জানিয়ে প্রাচ্যের ভেনিস বরিশালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কবিতা উৎসব ২০২৫ ।

জাতীয় সাহিত্য সংগঠন কবিসংসদ বাংলাদেশ ও বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশালের যৌথ আয়োজনে, বরিশাল বিভাগীয় সরকারী গণগ্রণ্হাহাগারের সেমিনার হলে বৃহত্তর বরিশালের লেখক সাহিত্যিকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সৃজনশীল উৎসব ।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল ও বরিশাল জেলা জাসাসের আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে, জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক কবি জামান মনিরের ব্যবস্থাপনায় ও বরিশাল বেতারের বাচিকশিল্পী মায়াবী নুপুরের সঞ্চালনায়- বাংলাদেশ কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ কবি মুস্তাফা হাবীব । উৎসবের শুভ উদ্বোধন করেন- বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক । প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- শেকড় সাহিত্য সংসদ বরিশালের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ বাণী ও মুক্তবুলি সম্পাদক সাংবাদিক আযাদ আলাউদ্দিন, বর্ণমালা সাহিত্য পরিষদ ফরিদপুরের সভাপতি কবি আবু জাফর দিলু, জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোদসী

কৃষ্টিসংসারের চেয়ারম্যান কবি রিপন শান, কবি সুকান্ত সাহিত্য পরিষদের সাবেক সাহিত্য সচিব ও বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কবি লিমা মেহেরিন , সাপ্তাহিক ভিন্নমাত্রা সম্পাদক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ, কবিসংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক ও কবিসংসদের আমেরিকা শাখার সভাপতি কবি-কণ্ঠশিল্পী মারফিয়া খান ।

অনুষ্ঠানে কবি নজরুলকে নিবেদন করে কবিতা পাঠ করেন- কবি কণ্ঠশিল্পী জাকির হোসেন সবুজ, কবি রিসালাত মীরবহর, কবি মায়াবী কাজল, কবি রুদ্র শামীম সহ নবীন প্রবীণ কবিকূল । নজরুল সঙ্গীত , নজরুলকে নিবেদিত সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন- বাংলাদেশী সাংস্কৃতিক জোটের একঝাঁক শিল্পী ।

উৎসবে বক্তারা বলেন- নজরুল শুধু আমাদের জাতীয় কবি বা বিদ্রোহী কবি নন । তিনি আমাদের গণজাগরণের কবি ভালোবাসার কবি । আমাদের অস্তিত্বের সমগ্র ভূভাগ জুড়ে সদা বিরাজমান নজরুলের সার্বজনীন মানবিক মূল্যবোধ। আমাদের সকল সংগ্রামে আমাদের সকল সঙ্কটে নজরুলের সৃষ্টিসম্ভার উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। সাম্প্রদায়িক ভেদ-বিভাজন গালাগালি-দলাদলিকে প্রতিহত করে নজরুল এই বিশ্বজগতে গলাগলি প্রতিষ্ঠার অদম্য সারথী । কবিতা-গান- সাংবাদিকতা- সমাজকর্ম সর্বত্রই নজরুল সব্যসাচী এক ধুমকেতুর নাম । মাত্র ৪৩ বছরের সবাক জীবনে নজরুল বাংলা সাহিত্যে যা উপহার দিয়েছেন- প্রায় নব্বই বছরের পুরো জীবদ্দশায় তিনি যদি সজীব থাকতেন, তবে বিশ্বসাহিত্যের ইতিহাসে অনন্য এক মহাবিপ্লব ঘটতে পারতো । কবি জীবনানন্দ, মুকুন্দ দাস, মোজাম্মেল হক, আহসান হাবীব, আসাদ চৌধুরীর নদীবিধৌত বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদন করে আজকের বাংলাদেশ কবিতা উৎসব বাংলা কবিতার সাংগঠনিক বিকাশ ও বিন্যাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হোক ।।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শ্রীবরদীর জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় ঢাবি ছাত্রদের প্রতিবাদ মিছিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এই প্রাণহানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাব র‍্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত র‍্যাফেল ড্র–এর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (২৬ জানুয়ারি) ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, অর্থ সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া সম্পাদক রুবেল খান, পাঠাগার সম্পাদক মো. শহিদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী ও আরিচ আহমেদ শাহসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় বিজয়ী মোট ৩০ জন সদস্যের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানটি সদস্যদের মধ্যে উৎসাহ ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদস্যগণ পেশাগত জীবনে র‍্যাফেল ড্র’তে পুরস্কারপ্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ