এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন



গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ নদের বিজয় দশমীর প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে যটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চাপাইর ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুরা হলো হিজলতলী এলাকার স্বপন সরকারের কন্যা অঙ্কিতা বিশ্বাস (আড়াই বছর) এবং একই এলাকার তাপস দাশের পুত্র তন্ময় মনি দাশ (৭ বছর)

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতিমা বিসর্জন উপভোগ করতে অঙ্কিতা এবং তন্ময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় চড়েছিল। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ নদীর চাপাইর ব্রিজের পশ্চিম পাশে পৌঁছলে আরেকটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ছোট নৌকাটি মুহূর্তেই ডুবে যায়। নৌকায় থাকা নারী-পুরুষসহ বেশ কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু পানিতে ডুবে যায়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে না আসায় উদ্ধার কার্যক্রম এখনও শুরু হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম শুরু করবে।










