এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ ভুইয়া (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গেল মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০ টা ১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্ট্রগ্রামের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শহীদুল ইসলাম ফরহাদকে চট্টগ্রামের বেসরকারী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি রামগড় থেকে প্রকাশিত সপ্তাহিক বিন্যাস পত্রিকার সম্পাদক ছিলেন।


শহীদুল ইসলাম ফরহাদ এর মৃত্যুতে খাগড়াছড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সর্বস্থতের মানুষের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) শহীদুল ইসলাম ফরহাদ এর জানাযার প্রথম নামাজ সকাল ৯টায় চট্টগ্রামে, বাদ যোহর রামগড় এবং বাদ আছর ফেনীর গ্রামের বাড়ি শুভপুরে অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি জানাযায় খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে এবং চট্টগ্রাম ও ফেনী, ছাগলনাইয়া থেকে প্রচুর লোক-সমাগম হয়। পরে পারিবারীক কবরস্থানে তাকে দাফন করা হয়। লাশ-বাহিত যাত্রায় রামগড় থেকে শুভপুর এবং শুভপুর থেকে রামগড় পর্যন্ত রাস্তার দুইপাশে অসংখ্য গুণগ্রাহী ফরহাদকে একনজর দেখার জন্য উন্মুখ হযে পড়েছিল।











