এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গত রবিবার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহর কর্মকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন নেতৃবৃন্দরা।

এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, ক্লাবের সাবেক সভাপতি শাহীনুর কিবরিয়া মাসুদ, বর্তমান সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সদস্য স ম রবিউল হোসাইন ও আবু নাঈম।বিদায়ী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ৯ মাস ১৩ দিন বোয়ালখালীতে কাজ করার সুযোগ পেয়েছি।
সংক্ষিপ্ত কিন্তু উল্লেখযোগ্য এ সময়ে এখানে কাজ করতে গিয়ে এ উপজেলার বৈচিত্র্যময় ভৌগোলিক সৌন্দর্য, এখানকার বিভিন্ন শ্রেণি পেশার আপামর মানুষের ভালোবাসা আমাকে ঋণী করেছে। অনেক কিছু করতে পারিনি ইচ্ছে থাকা স্বত্ত্বেও কিন্তু চেষ্টার ত্রুটি রাখিনি এ উপজেলার মানুষের সেবা নিশ্চিত করতে ।

যেটুকু পারিনি তা নিতান্তই আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা হিসেবে গণ্য করবেন। এসময় সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। সীমাবদ্ধতাও ছিল। তারপরও সরকারি নিয়মনীতি মেনে সাধ্য সামর্থ্যরে নিরিখে সেবা প্রদানের চেষ্টা করেছি। বেশ কিছু জনকল্যাণমূলক প্রজেক্টের কাজ চলমান রয়েছে। আশা করি খুব দ্রুতই কাজগুলো দৃশ্যমান হবে। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই।











