
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গার গোবরচাকা এলাকায় এ গু*লির ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক।
নিহত ইমন শেখ (২২) গোবরচাকা নবীনগর এলাকার মো. সানোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রী ছিলেন। ওই এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মমতাজুল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন গাবতলার মোড়ের তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাঁচ-ছয়টি মোটরসাইকেলে ১০-১২ জন সেখানে এসে এলোপাতাড়ি গুলি করে। এতে ইমন গুলি*বিদ্ধ হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মা*রা যান। ময়নাতদন্তের জন্য তার ম*রদে*হ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
