
বি,এন,পির, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নির্দেশনা মোতাবেক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং গাজা সহ ভারতে মুসলমানদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল (চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা) নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলকে জাতীয়তাবাদের আদর্শে ঢেলে সাজাতে তরুণ দলের আগামী কার্য পরিকল্পনার আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় তরুণ দল এর অফিস কার্যালয়ে সভা আয়োজিত হয় উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় তরুণ দলের টিম প্রধান ও তরুণ দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ-সভাপতি -লায়ন রাসেল মির্জা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক- আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক- সোহেল সওদাগর, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ দিদার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- সাইদুর রহমান, ৩৮ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি- আলি আজম, এডভোকেট আবু হানিফ, মোঃ ফারুক, সিএনজি অটো রিক্সা শ্রমিক দল চট্টগ্রাম মহানগর সভাপতি – রাকিব।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তরুণ দল সংগঠক আব্দুল কাদের , জাহিদুল ইসলাম , হাসান, মহানগর তরুণ দল থানা আহ্বায়ক- আবদুল সালাম টিপু (ডবলমরিং ), আহ্বায়ক- ফরহাদ মাহমুদ ও সদস্য সচিব সাকিল (বায়েজিদ) , রাসেল উদ্দিন (চট্টগ্রাম দক্ষিণ জেলা), সহ সাধারণ সম্পাদক – সানি (সদরঘাট)
পারভেজ, কাজী মোঃ নোমান, দিদার, শাকিল, হারুন, এমরান, রুবেল, সুমন, মিন্টু, ইব্রাহিম বাপ্পি, মুন্না, আরাফাত, আলামিন, মোমিন, আরিফ, সবুজ, রফিকুল, ফারুক, সোহেল
সহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা তরুণদল নেতৃবৃন্দ।

এসময় আলোচনা সভা শেষ করে নেতা কর্মীরা একটি প্রতিবাদী মিছিল করে যাহা “চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু হয়ে সিমেন্স হোস্টেল” সমাপ্তি ঘোষণা করেন।