আজঃ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫

পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে প্রবারণা পূর্নিমা উদযাপণ

রতন বড়ুয়া: চট্টগ্রাম:

 

চট্টগ্রামের রাউজান উপজেলার আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে যথাযোগ্য ও ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার পরিচালনা কমিটি ও উপাসক উপাসিকার আয়োজনে সারাদিনব্যাপি অনুষ্ঠান মালার মধ্য ছিল প্রথম পর্বে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধ পুজা, সীবলী পুজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহন, এবং সমবেত প্রার্থনা। বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক বিরু বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সহ-অর্থ সম্পাদক নিরু বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক বিজয় বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হিরু বড়ুয়া।

২য় পর্বে মধ্যে ছিল একক ধর্ম দেশনা ও খণ্ডকালীন বিদর্শন ভাবনা ও প্রবারনা পুর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা, বিশ্বশান্তিকামনায় বিশেষ প্রার্থনা ও ফানুষ উত্তোলন। শান্তিময় বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের এর সভাপতিত্বে ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাবেক সভাপতি সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক রুপতি রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিহার পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি অবসরপ্রাপ্ত খাদ্য পরিদর্শক আনন্দ প্রসাদ বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির সাবেক সাধারন সম্পাদক প্রদীপ বড়ুয়া, ডাক্তার জীবক কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সহ-ধর্মীয় সম্পাদক পুলক বড়ুয়া।

প্রবারণার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির ধর্মীয় সম্পাদক শিক্ষক সুশীল বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি অপু বড়ুয়া, শিক্ষিকা সাজু বড়ুয়া, উপাসিকা রেখা বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক কমল বড়ুয়া বাবুল, প্রবীন সমাজ সেবক সলিল বিকাশ বড়ুয়া, সরকারী কর্মকর্তা প্রকৌশলী পিংকু বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, হিমেল বড়ুয়া, অনিক বড়ুয়া, রুপস বড়ুয়া, দপ্তর সম্পাদক রিমন বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর।

সবশেষে শত ফানুস উত্তোলন এর শুভ উদ্বোধন করেন বিহারাধ্যক্ষ, বিহার পরিচালনা কমিটি ও প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কর্মকর্তা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কোরআন সুন্নাহর আধুনিক জ্ঞান- বিজ্ঞান করব জয়, মোরা ছড়িয়ে পরব বিশ্বময়-পীরেতরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ) হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে উনার যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান

হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নামে প্রতিষ্ঠিত হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বেতাগী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদরাসা ও কে.জি স্কুলে ২০২৪ সালে ৫ম শ্রেণী হতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ৮ ফেব্রুয়ারী’২৫ শনিবার সকাল ১০টায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ এ. এইচ. এম আলাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া সভাপতি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা এ.জে.এস.এম গোলামুর রহমান (আশরফ শাহ)। অতিথি ও আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, আহমদ সাঈদ, শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, হাজী দলিলুর রহমান, মাস্টার ফরিদ আহমদ, মাস্টার ফারুখ আহমদ, মাস্টার আব্দুর রহমান, মুহাম্মদ শাহজাহান আত্তারী, মুহাম্মদ জামাল হোসাইন, মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, মাওলানা মোজাম্মেল হক, মমতাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাবেদ ও মুহাম্মদ জাহেদ প্রমূখ।

অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়, ৫টি কে.জি স্কুল, ৪ টি ইবতেদায়ী মাদরাসার মোট ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) হযরত শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের কার্যক্রম এর বিষযে কোরআন সুন্নাহর

আধুনিক জ্ঞান- বিজ্ঞান করব জয়, মোরা ছড়িয়ে পরব বিশ্বময় বলে প্রত্যয় ব্যক্ত করেন ।আগামী ১০ ফেব্রয়ারী সোমবার সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন ও বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।

পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন

নগরীর পশ্চিম ফরিদাপাড়াস্থ শ্রী শ্রী পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ২ ফেব্রুয়ারি, রবিবার মায়ের শুভ অধিবাস ও ঘট স্থাপন এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার মায়ের পূজা, পুষ্পাঞ্জলি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শঙ্খধ্বনি, ভোগ, মহাপ্রসাদ,

ধর্মীয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সবুজ মিত্র মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, শ্রীমৎ গোপাল গিরি মহারাজ, শ্রীমৎ বরুণানন্দ গিরি মহারাজ, আশীষ ধর, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার। অনুষ্ঠানে আরো

উপস্থিত ছিলেন পলাশ বিশ্বাস, বিপ্লব পাল, রিটন চৌধুরী, সুনীল দত্ত, সেন্টু দাশ, রাকেশ মিত্র, ইমন দাশ, নয়ন চক্রবর্তী, উজ্জ্বল দে, সঞ্জয় পাল, সুফল পাল, রুবেল ধর, নিতাই রুদ্র। দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, বিমূঢ় যুগের অন্ধকার নগরে যিনি জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন, সেই আরাধ্য দেবী সরস্বতী।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ